জগিং হচ্ছে এমন একটি ব্যায়াম যা আপনি খুব সহজেই করতে পারবেন । এটি অবশ্যই অন্যতম সেরা একটি ব্যায়াম যেটা আপনার শরীর ও মন উভয়কেই ভাল রাখে । গবেষণায় প্রমাণিত হয়েছে, যেসব লোকজন নিয়মিত ব্যায়াম
জগিং বা ব্যায়াম এর উপকারিতা
জগিং হচ্ছে এমন একটি ব্যায়াম যা আপনি খুব সহজেই করতে পারবেন । এটি অবশ্যই অন্যতম সেরা একটি ব্যায়াম যেটা আপনার শরীর ও মন উভয়কেই ভাল রাখে । গবেষণায় প্রমাণিত হয়েছে, যেসব লোকজন নিয়মিত ব্যায়াম করে, তারা শারীরিক ও মানসিক ভাবে বেশ স্থিতিশীল থাকে । তাহলে জেনে নিন জগিং করার সেরা ১০ টি উপকারিতা ।
১.ঘুম ভাল হয়
আধা ঘন্টা জগিং বা দৌড়াদৌড়ি করা 45 মিনিট কোন জিমে সময় ব্যয় করার সমতুল্য । অন্যতম সেরা এই ব্যায়ামটি আপনি করতে পারেন যেটা আপনার বডি সিস্টেমকে উন্নত করে । আশ্চর্যজনক ভাবে এটা আপনার ঘুমকে অনেক সুন্দর ও আরামদায়ক করে তোলে ।২.আত্মবিশ্বাস বাড়ায়
গবেষণায় প্রমাণিত হয়েছে যে, জগিং শুধু আপনার স্বাস্থ্যকেই বাড়ায়না বরং আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তোলে । জগিং আপনার সারাটা দিন আত্মবিশ্বাস নিয়ে কাটাতে সাহায্য করে ।৩. যৌন শক্তি বৃদ্ধি করে
জগিং আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং সারা শরীরে রক্তের সঞ্চালনকে উন্নত করে । সুতরাং চুক্তি অনুযায়ী এটি আপনার যৌন শক্তিকে অবশ্যই বৃদ্ধি করবে ।৪. রোগ প্রতিরোধ ও অসুস্থতা দুর করে
এটা সত্য যে জগিং করলে আপনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবেন । আর আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনি ঘন ঘন অসুস্থ হবেন না ।৫. ওজন কমানো ত্বরান্বিত করে
ওজন কমানোর জন্য অন্যতম একটি ব্যায়াম হচ্ছে জগিং । যদি আপনি দ্রুত ওজন কমিয়ে ফেলতে চান তাহলে আপনাকে অবশ্যই জগিং করতে হবে ।৬. মানসিক চাপ কমায়
এক সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত জগিং করলে মানসিক চাপ থেকে উপশম হয়। জগিং আপনার মন ও শরীর উভয়কেই ভাল রাখে যা মানসিক চাপ থেকে মুক্ত রাখে ।৭. কর্মক্ষম করে তোলে
আপনি যদি প্রতিটা দিন জগিং দিয়ে শুরু করেন তাহলে লক্ষ্য করবেন যে , আপনি সারাটা দিনই ফুরফুরে হয়ে আছেন । জগিং বা ব্যায়ামকে অভ্যাসে পরিনত করতে পারলে আপনি নিজেকে কর্মক্ষম ব্যক্তি হিসেবে দাবি করতে পারবেন ।৮. হাড় ও পেশিকে উন্নত করে
জগিং করলে আপনার হাড় ও পেশি শক্তিশালী হয় । এটা আপনার জীবনযাত্রা কে সহজ করে এবং শরীরের capacity ঠিক রাখে ।৯. আয়ু দীর্ঘায়িত করে
গবেষণায় প্রমাণিত হয়েছে যে, যেসব লোক নিয়মিত জগিং অথবা ব্যায়াম করে তারা দীর্ঘায়ু হয় এবং সাধারণ লোকদের চাইতে সুখিও হয় । যা তাদেরকে বেশিদিন বঁাচতে সাহায্য করে ।১0. লক্ষ্য নির্ধারণে সাহায্য করে
জগিং করার সময় যেমন অতিরিক্ত পথ পাড়ি দিতে হয় তেমনি আপনার জীবন চলার পথেও অতিরিক্ত পদক্ষেপ নেয়ার প্রবণতা বেড়ে যায়। যেটা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করে ।
অন্যতম সেরা ব্যায়াম জগিং আপনি শুরু করতে পারেন এখনই, কারন এখন আপনার দরকার শুধুমাত্র এক জোড়া সুন্দর জুতা । সুতরাং জিবনকে সুস্থ ও সুন্দর রাখতে এখনই জগিং শুরু করুন ।
আমার প্রতিদিন ১০ কি,মি, জগিং করি,,,,
ReplyDeleteপ্রতিদিন 5 কি.মি জগিং করি
ReplyDelete৪৫ মিনিট জগিং ও ২৫ মিনিট হাঁটি
ReplyDelete