জিবনে চলার পথে কিছু বিষয় আছে যা আপনি মেনে চললে জিবন যাত্রা সহজ হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে ››››››››
- সদা সর্বদা সৃষ্টকর্তাকে স্বরণ করবেন।
- অর্থ লোভ হইতে নিজেকে দুরে রাখার মন মানসিকতা তৈরি করুন। তাই বলে বলছিনা জীবনে উন্নতি থামিয়ে দিবেন । অর্থ লোভ এক জিনিস আর উন্নতি আরেক জিনিস।
- নারী হতে নিজেকে দুরে রাখুন বা বাচিয়ে রাখা।
- মিথ্যা কথা বলা দুর করা।
- সকলকে ভালোবাসুন কয়েকজনকে বিশ্বাস করুন,সকলকে নয় ।
- টাকা পয়সা নিয়ে বন্ধত্ব না করা।
- বাকী নেওয়ার অভ্যাস পরিত্যাগ করা ।
- মোবাইল ফোন বাম কানে ধরে কথা বলা। ।
- এক সংগে তিন minutes এর অধিক কথা না বলা।
- বিনা কারণে ওষুধ খাওয়া পরিহার করা।
- কাজের মেয়েকে নিজের পরিবারের একজন ভাবা,চাকর না ভাবা।
- যথাসময়ে ঘুমানো এবং ঘুম থেকে উঠা ।
- বাবা মায়ের সাথে mobile এ মিথ্যা কথা না বলা।
- মিথ্যা বলার সহায়ক যন্ত্র mobile এর ব্যবহার সীমিত করা।
- সকল মানুষকে সম্মান করা।
- সালামের ব্যাপক প্রচলন করা
- ছোটদের স্নেহ করা।
- ভালবাসুন তবে অতিরিক্ত নয়।
সবশেষে বলতে চাই, মানুষ হিসেবে আমার জন্ম নেয়াটা তখনই স্বার্থক যখন আমার দ্বারা অপর কোন সৃষ্টির উপকার সাধিত হয়।
ভাল লিখছেন
ReplyDelete