Monday, June 16, 2014

জীবনে চলার পথে কিছু টিপস যা আপনার কাজে লাগবে


জিবনটাকে সুন্দর ভাবে পরিচালনা করুন

জিবনে চলার পথে কিছু বিষয় আছে যা আপনি মেনে চললে জিবন যাত্রা সহজ হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে ››››››››

  • সদা সর্বদা সৃষ্টকর্তাকে স্বরণ করবেন।
  • অর্থ লোভ হইতে নিজেকে দুরে রাখার মন মানসিকতা তৈরি করুন। তাই বলে বলছিনা জীবনে উন্নতি থামিয়ে দিবেন । অর্থ লোভ এক জিনিস আর উন্নতি আরেক জিনিস।
  • নারী হতে নিজেকে দুরে রাখুন বা বাচিয়ে রাখা।
  • মিথ‍্যা কথা বলা দুর করা।
  • সকলকে ভালোবাসুন কয়েকজনকে বিশ্বাস করুন,সকলকে নয় ।
  • টাকা পয়সা নিয়ে বন্ধত্ব না করা।
  • বাকী নেওয়ার অভ‍্যাস পরিত‍্যাগ করা ।
  • মোবাইল ফোন বাম কানে ধরে কথা বলা। ।
  • এক সংগে তিন minutes এর অধিক কথা না বলা।
  • বিনা কারণে ওষুধ খাওয়া পরিহার করা।
  • কাজের মেয়েকে নিজের পরিবারের একজন ভাবা,চাকর না ভাবা।
  • যথাসময়ে ঘুমানো এবং ঘুম থেকে উঠা ।
  • বাবা মায়ের সাথে mobile এ মিথ্যা কথা না বলা।
  • মিথ্যা বলার সহায়ক যন্ত্র mobile এর ব্যবহার সীমিত করা।
  • সকল মানুষকে সম্মান করা।
  • সালামের ব্যাপক প্রচলন করা
  • ছোটদের স্নেহ করা।
  • ভালবাসুন তবে অতিরিক্ত নয়।

সবশেষে বলতে চাই, মানুষ হিসেবে আমার জন্ম নেয়াটা তখনই স্বার্থক যখন আমার দ্বারা অপর কোন সৃষ্টির উপকার সাধিত হয়।

1 comment: